Print Date & Time : 5 July 2025 Saturday 7:59 pm

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে নবীন বরণ ও ‘রোড টু বিসিএস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ নভেম্বর) বিকাল ৩টা হতে বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা, উচ্চ শিক্ষায় স্কলারশিপ ও সরকারি চাকরি প্রাপ্তির যাবতীয় দিকনির্দেশনা দিয়ে আসা এই সংগঠনটি ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ সুনাম কুড়িয়েছে। সম্প্রতি প্রতিটি বিসিএসে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উর্ত্তীর্ণ হয়ে আসছে।

বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের উপসচিব খান মো. নাজমুস শোয়েব, বাংলাদেশ কৃষি ব্যাংকের বালিয়া, ঢাকা শাখার ব্যবস্থাপক (এসপিও) মো. মাসুদুর রহমান প্রমুখ।

এতে বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন বিভাগের সাবেক শিক্ষার্থী ও ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মো. আমিন-উর-রশিদ ও ৪০তম বিসিএস শিক্ষা ক্যাডার থেকে নিয়োগপ্রাপ্ত আশরাফুল ইসলাম সায়েম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক মো. তাওহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস বলেন, ‘ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে এই ক্লাবটি ছাত্র-ছাত্রীদের কাছে একটি অন্যতম নিয়ামক হিসেবে কাজ করবে।’

সভাপতির বক্তব্যে ক্লাবটির মডারেটর মাহমুদুর রহমান দক্ষ ক্যারিয়ারিস্ট হওয়ার লক্ষ্যে ক্লাবটির সাথে শিক্ষার্থীদের যুক্ত থাকার আহ্বান জানান। কর্মশালা শেষে ক্যারিয়ার ক্লাবের সদস্যদের সনদ প্রদান করা হয়।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৭ নভেম্বর ২০২৩