Print Date & Time : 22 April 2025 Tuesday 9:08 am

ই-কৃষি বিস্তারে কৃষকদের সাথে উঠান বৈঠক

কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়,সিলেট এর  আয়োজনে কৃষি তথ্য সার্ভিস কর্তৃক বাস্তবায়নাধীন “বিদ্যমান কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রসমূহ শক্তিশালীকরণের মাধ্যমে ‘ই-কৃষির বিস্তার’ কর্মসূচীর আওতায় বিশ্বনাথ উপজেলার বড় খুরমা আইপিএম ক্লাবে এবং দক্ষিণ সরমা উপজেলার নৈখাই পুরুষ সিআইজি ফসল সমবায় সমিতিতে ১১ জুন (রবিবার) কৃষকদের সাথে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কৃষি তথ্য সার্ভিস সিলেটের আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ ফাহমিদা আক্তারের সভাপত্বিতে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্বনাথ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কনক চন্দ্র রায়।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন- কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার করায় কৃষি উৎপাদন বহুগুন বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ধরনের শাক-সবজি, ফলমূল ও অন্যান কৃষিপন্য বিদেশে রপ্তানি হচ্ছে। তিনি বলেন- বর্তমান সরকার ডিজিটাল থেকে এখন স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে কাজ করেছে। কৃষি বিষয়ক তথ্য ও প্রযুক্তি ব্যবহার দ্রুত কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যম হলো-কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র (এআইসিসি)। এসব কেন্দ্রর সকল সদস্যকে স্মার্ট কৃষক হতে হবে।

 তিনি কৃষি বিষয়ক তথ্য ও প্রযুক্তি, ই-কৃষির বিস্তারে বিভিন্ন দপ্তরের ওয়েব সাইট, কৃষি বিষয়ক অ্যাপস্ ব্যবহার করার জন্য উঠান বৈঠকে উপস্থিত কৃষক-কৃষাণীদের পরামর্শ প্রদান করেন।

বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন- বিশ্বনাথ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন- ক্লাব সম্পাদক নুর মিয়া। 

অনুষ্ঠানে বিদ্যমান কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রসমূহ শক্তিশালীকরণের মাধ্যমে ‘ই-কৃষির বিস্তার’ কর্মসূচীর আওতায় বড় খুরমা আইপিএম ক্লাবে ৫০ জন এবং নৈখাই পুরুষ সিআইজি ফসল সমবায় সমিতিতে ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। বৈঠক শেষে লিফলেট বিতরণ করা হয় এবং ই-কৃষি বিষয়ক সিনেমা শো প্রদর্শন করা হয়। এসময় কৃষি তথ্য সার্ভিস,সিলেট এর কর্মকর্তা -কর্মচারী উপস্থিত ছিলেন। 

এবি//দৈনিক দেশতথ্য//জুন ১১,২০২৩//