স্টাফ রিপোর্টার:
নাড়ির টানে ঈদুল আজহার দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছে মানুষ।
সোমবার (১১ জুলাই) বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে এমন চিত্র দেখা গেছে।
দেখা গেছে, অনেকেই যানজটের ভোগান্তি এড়াতে ঈদের পরের দিন বাড়ি যাচ্ছেন। কেউ কেউ আবার আত্মীয়-স্বজনদের মাঝে কোরবানির মাংস বিলি করতে যাচ্ছেন। তবে অন্যান্য দিনের তুলনায় টার্মিনালগুলোতে ভিড় কম ছিল। ঢাকার বাইরে থেকেও অনেক মানুষকে ফিরতে দেখা গেছে।
ট্রেনের যাত্রী নোমান বলেন, ভোগান্তি এড়াতে পরিবার নিয়ে ঈদের আগে বাড়ি যাইনি। এখন কোনো ভোগান্তি নেই। টিকিটের ঝামেলা নেই, ভ্রমণটাও উপভোগ করতে পারব।
চট্টগ্রামের যাত্রী আরিফ বলেন, ঈদের দিন রাত পর্যন্ত দোকান চালিয়েছি। এখন বাড়ি যাচ্ছি, ওখানে গিয়ে কোরবানি দেব। এখন ভিড়ও নেই, সময় কম লাগবে।
জাহানারা নামের এক নারী বলেন, শ্বশুর-শাশুড়ির সঙ্গে ঢাকায় কোরবানি দিয়েছি। এখন স্বামী-সন্তান নিয়ে বাবা-মায়ের কাছে যাচ্ছি।
এদিকে যে কয়জন যাত্রীর সঙ্গে কথা হয়েছে, তাদের সবারই অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ। যদিও বরাবারের মতো এমন অভিযোগ অস্বীকার করেছেন কাউন্টার ম্যানেজাররা।
দৈনিক দেশতথ্য//এল//