Print Date & Time : 9 September 2025 Tuesday 3:52 pm

ঈদ উপলক্ষে ইবির হল বন্ধ হচ্ছে বুধবার

ইরফান উল্লাহ, ইবি সংবাদদাতা:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১২ দিন বন্ধ থাকছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলসমূহ।

আগামী ২৭ মার্চ (বুধবার) সকাল ১০টা থেকে এ ছুটি কার্যকর হবে, খুলবে ০৮ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টায়।

রবিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের মিটিংয়ে এ বিষয়ে সিন্ধান্ত নেওয়া হয়।

ছুটির বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও শহিদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ বি এম জাকির হোসেন বলেন, আগামী ২৭ মার্চ সকাল ১০টায় হল বন্ধ হবে।

ছুটি শেষে আগামী ০৮ এপ্রিল সকাল ১০টায় হল খুলে দেওয়া হবে। খোলার আগে হলের ভিতরে এবং আশেপাশে পরিষ্কার করা হবে। এছাড়াও ছুটিতে নিরাপত্তার জন্য প্রক্টোরিয়াল বডির নির্দেশে আনসাররা দায়িত্বে থাকবেন।

উল্লেখ্য, গত পহেলা মার্চ ২০২৫ হতে বিশ্ববিদ্যালয় ছুটি শুরু হয়। যা চলবে আগামী ০৮ এপ্রিল ২০২৫ পর্যন্ত। এছাড়া ২৭ মার্চ থেকে ৭ এপ্রিল অফিস সমূহ বন্ধ থাকবে।