Print Date & Time : 22 April 2025 Tuesday 9:44 am

ঈশ্বরদীতে লাশঘর থেকে লাশ নিয়ে পালালেন স্বজনরা!

মোঃ ওমরফারুক(সানি): ঈশ্বরদীর এক কিশোরীর লাশ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লাশঘর থেকে তার স্বজনরা নিয়ে পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আলফা খাতুন (১৩) নামে ওই কিশোরী আজ মঙ্গলবার (১ অক্টোবর) রাতে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। তার পরপরই লাশঘর থেকে লাশ নিয়ে পালিয়ে যায় তার স্বজনরা। মৃত ওই কিশোরী ঈশ্বরদী উপজেলার সাঁড়া গোপালপুর গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে চিকিৎসার জন্য হ্যাংকিংয়ের রোগী এসেছিল হাসপাতালের জরুরি বিভাগে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরীকে মৃত ঘোষণা করেন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ ওই কিশোরীর মরদেহ হাসপাতালের লাশঘরে রাখে। খবর পেয়ে কিছুক্ষণ পর লাশের সুরতহাল রিপোর্ট এর জন্য হাসপাতালের লাশঘরে পুলিশ এসে লাশঘরের দরজা খুললে সেখানে কোন লাশ পায়নি। ধারণা করা হচ্ছে, রোগীর স্বজনরা সবার নজর এড়িয়ে লাশ নিয়ে পালিয়ে গেছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশ পাওয়া যায়নি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

হা/02/1024 dtbangla