মেহেরপুর প্রতিনিধি: ডাক, টলিযাগাযাগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহম্মদ পলক বলছন, জীবন কানক্টভিটি হব বিটিসিএলর লাইফ লাইন। এই একটি প্যাকেজ যা দিয় আমরা বিটিসিএলক লাভজনক প্রতিষ্ঠান পরিনত করতে পারেবা।
উচ গতিসম্পন এই প্যাকেজ সারা দেশ ৪ লাখ মানুষের মাঝ দয়া হব। মাত্র ৩শ টাকায় ৬ এমবিপিএস, ৫শ টাকায় ১০ এমবিপিএস, এক হাজার টাকায় ২০ এমবিপিএস গতিসম্পন লাইন গ্রাহকদের মাঝে দেয়া হবে।
এর পরেও বিটিসিএল লাভের মুখ না দেখল ভিন্ন ব্যবস্থা নেয়া হবে। সেবার মান বাড়িয়ে বিটিসিএলর প্রতি বছর দড়শা থেক দুইশো কোটি লোকসান বন্ধ হবে বলে মনে করনে তিনি।
আজ সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুর বিটিসিএল এর কার্যালয়ে উচগতিসম্প ইটারনেট জীবন কানক্টভিটির উদ্বাধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথাগুলা বলেন তিনি।
তিনি আরা বলেন, টেলিটকের ৪৮ লক্ষ গ্রাহকের যা সিম এক্টিভিট আছে তাদের সমস্য দূর করার জন্য যাদুকরি পদক্ষপ গ্রহণ করা হয়। ইতিমধ্যে বাংলালিঙ্কের সাথ এক্টিভ নেটওয়ার্ক শেয়ারিংয়ের মাধ্যমে উচ গতিসম্পন নেটওয়ার্ক পাচ্ছি। সেখান ইটারনেট ভালা পাচ্ছি, ভয়েজ কলও ভালো হচ্ছে। টেলিটকের নেটওয়ার্ক না থাকলেও আমরা সব ধরনের সুবিধা এখান থেকে পাচ্ছি। আগামী স্বাধীনতা দিবসের আগেই পাইলোটিং প্রাগ্রামে শেষ হবে। পরোবর্তীতে সারাদেশে এটি ছড়িয়ে দেয়া হবে। প্রথমে বাংলালিঙ্কে ও পরে জিপি, রবির সাথ টেলিটকের শেয়ারিং নেটওয়ার্ক চালু করা হবে।
পরে মেহেরপুর ডাক ঘরর নতুন ভবন উদ্বাধন করেন মন্ত্রী
। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আসিটি অধিদপ্তরের মহাপরিচাল মোস্তফা কামাল, ডাক বিভাগর খুলনা সার্কেলর পোস্ট মাস্টার জনারল সামসুল আলম, বিটিসিএললর উপমহাব্যব¯াপক নারায়ন চদ্র ঘরামী।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১০ মার্চ ২০২৪

Discussion about this post