নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম আলিম মাদ্রাসায় আনুষ্টানিক ভাবে সরকারী বই বিতরনের শুভ উদ্ভবধন করেন অত্র মাদ্রাসার নব গঠিত সভাপতি আলাহাজ্ব মোঃ সামসুল হক। গতকাল সকাল ১১ টার দিকে এই বই বিতরনের কার্যক্রম শুরু করেন।বই বিতরনের সময় আরো উপস্থিথ ছিলেন,অত্র মাদ্রাসার সুপার সাহেব সহ শিক্ষক,শিক্ষীকা ও সকল কর্মচারী বৃন্দ। নব গঠিত সভাপতি সামসুল হক বলেন,এবার এস,এস,সি তে মাদ্রাসার রেজাল্ট অনেক ভালো।মাদ্রাসায় পড়াশোনার বিকল্প আর কিছু নেই,মানুষের জীবেন এইটাই বাস্তব শিক্ষা যা পরকালেও কাজে আসবে।তিনি বলেন,আমি এই মাদ্রাসায় নতুন সভাপতি, আমার লক্ষ থাকবে কিভাবে এই মাদ্রাসার ছাত্র,ছাত্রীদের পড়াশোনার মান আরো ভালো করা যায়। এই মাদ্রাসায় কোন ছাত্র,ছাত্রীর টাকা, পয়সার অভাবে পড়াশোনা থেমে থাকবে না।তিনি আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অসখ্য ধন্যবাদ নতুন বছরের প্রথমদিনে ছাত্র,ছাত্রীদের মাঝে তার উপহার বই দিতে পারলাম।

Print Date & Time : 21 August 2025 Thursday 10:34 pm