আল-হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর রহমান বলেছেন, আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে বঞ্চিত উত্তর সুরমার উন্নয়নকে আরো এগিয়ে নিতে হবে। ২২ এপ্রিল শুক্রবার উওর সুরমা সদর-বিশ্বম্ভরপুর কল্যাণ ঐক্য পরিষদ আয়োজিত ইফতার মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক-দোয়ারা বাজার আসনের ৪ বারের নির্বাচিত এমপি জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুহিবুর রহমান মানিক,জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন,নান্দনিক সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার ফারজানা কবীর শিলা।
আলোচনায় উওর সুরমার সংগঠনের সভাপতি মোঃ মোবারক হোসেন সুরমা নদীতে হালুয়ারঘাট-ধারাগাঁও সেতু নির্মাণ এবং চলতি নদীতে বালাকান্দা-রামপুর সেতু নির্মাণের উপর উওর সুরমার লক্ষ লক্ষ মানুষের প্রানের দাবি উত্থাপন করেন। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সহ-সভাপতি ডাঃ আবুল কালাম আজাদ।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আফতাব উদ্দিন,পিপি এডভোকেট খায়রুল কবির রুমেন,যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন,সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, অর্থ সম্পাদক সৈয়দ ইশতিয়াক শামীম,জেলা আওয়ামীলীগ সদস্য সুবীর তালুকদার বাপ্টু,জজকোর্টের জিপি এডভোকেট আখতারুজ্জামান সেলিম,সাবেক জেলা ইউনিট কমান্ডার হাজী নুরুল মোমেন,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম,ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু,বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন,জেলা শ্রমিকলীগ সভাপতি সেলিম আহমদ, উওর সুরমা সদর-বিশ্বম্ভরপুর কল্যাণ ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন অর রশীদ দুলাল ও সহ-সভাপতি মুফতি আজিজুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
বিশেষ অতিথির বক্তৃতায় সাংসদ মুহিবুর রহমান মানিক বলেন, সুনামগঞ্জের ধারারগাঁও-হালুয়ারঘাট সেতু বাস্তবায়নেও আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post