শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা প্রতিনিধি) : খুলনার পাইকগাছা থানার নবনির্মানাধীন ট্রলারটিতে এখন নানা রং দিয়ে সাজানো হচ্ছে। আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামের অভিজ্ঞ ট্রলার মিস্ত্রী ডালিম,আছাদুল সহ আরোও ৫/৬ জন মিলে ৫৫ দিন অক্লান্ত পরিশ্রম করে মনের মতো করে এ ট্রলারটি নির্মান করেছেন।
বর্তমানে রং তুলি দিয়ে সাজানো হচ্ছে সেটি। অল্প দিনের মধ্যেই নদীতে ভাসিয়ে সেটার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
শুরুতেই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধুর পরিকল্পনা ও কারিগরি সহযোগিতায় থানা ওসি নিয়মিত নির্মাণকাজ পর্যবেক্ষণ করে চলেছেন।
এ ব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, কিছু দিনের মধ্যেই ট্রলারটির উদ্বোধন করা হবে। আর ট্রলারের নির্মান শৈলী ও গুনগত মানের প্রতিযোগিতায় খুলনা জেলার সকল থানার মধ্যে পাইকগাছার থানার নির্মানাধীন এ ট্রলারটি শ্রেষ্ঠ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দৈনিক দেশতথ্য//এল//