Print Date & Time : 11 May 2025 Sunday 9:32 pm

উন্নয়নে মা-বোনদের মন জয় করেছেন শেখ হাসিনা—খাদ্যমন্ত্রী

রাশেদুজ্জামান,নওগাঁ জেলা প্রতিনিধি: দেশের মানুষের জন্য উন্নয়ন করার কারনেই জনগণ শেখ হাসিনাকে ভোট দিবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। শনিবার (৫ নভেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৮নং বাহাদুরপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ২০১৪ সালে আগুন সন্ত্রাসীদের জনগণ প্রত্যাখান করেছিলো। এবারও জনগণের তাদের প্রত্যাখান করবে। করোনাকালে কোন মানুষ খাদ্যভাবে মারা যায়নি। আমাদের দেশে খাদ্যশস্য যথেষ্ট মজুত আছে, এদেশে দুর্ভিক্ষ হবে না।

বাহাদুরপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসনারা বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আবুল কালাম আজাদ, সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো: ফরিদ আহমেদ,সাধারণ সম্পাদক মো: জাহিদ হাসান রাসেল এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: মামুনুর রশিদ মামুন।

সম্মেলন উদ্বোধন করেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন নিয়ামতপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন।

এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ২০২২//