Print Date & Time : 5 July 2025 Saturday 8:27 pm

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি জ্যাকব

ভোলা -৪, চরফ্যাশন- মনপুরা আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, শেখ হাসিনার স্মাট বাংলাদেশ গড়ার লক্ষে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে নৌকায় ভোট দিন।

বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার প্রানকেন্দ্র হাজির হাট ইউনিয়নের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,আমি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নিবেদিত একজন কর্মী হিসেবে আপনাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আগামী ৭ই জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে উৎসব মুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিন।

তিনি আরো বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে। শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে হবে। এই জন্য সকলকে ঐক্যবদ্য হয়ে কাজ করতে হবে।

এর আগে তিনি মঙ্গলবার দক্ষিন সাকুচিয়া ও উত্তর সাকুচিয়া ইউনিয়নে ঊঠান বৈঠকে ও উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এমপি জ্যাকব আরও বলেন, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের এই ধারাকে বাধাগ্রস্ত করতে আজ বিএনপি – জামায়াত ষড়যন্ত্র করছে। আজ তারা নির্বাচনে না এসে নির্বাচনকে বানচাল করার পায়তারা করছেন। তারা নির্বাচনকে ভয় পায়। বাংলাদেশের উন্নয়ন হোক এটা তারা চায়না। তারা আগুন দিয়ে মানুষ ফুড়ানো রাজনীতি করে। আজ বাংলাদেশের জনগন হরতাল অবরোধ মানেনা। তারা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী দেখতে চায়। সকলকে সর্তক থাকতে হবে। কেন্দ্রে ভোটার উপস্থিতি করতে হবে। সাধারন ভোটার যেন ভোট কেন্দ্রে আসতে পারে তার জন্য সকল ব্যবস্থা করতে হবে। আমাদের সকল নেতাকর্মীরা ঐক্যবদ্য হয়ে কাজ করতে হবে।

উঠান বৈঠক ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী,উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবদিন আখন, চরফ্যাশন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম ভিপি,মনপুরা উপজেলা আ’লীগ সহসভাপতি একেএম শাহজাহান,শাহরিয়ার চেীধুরী দ্বিপক, হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর, মনপুরা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন হাওলাদারসহ ৪টি ইউনিয়ন আ’লীগ সভাপতি,সম্পাদকসহ সকল সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য একই দিনে মনপুরা ইউনিয়ন ও ৫নং কলাতলী ইউনিয়নের উঠান বৈঠক অনুষ্ঠিত হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//