Print Date & Time : 21 April 2025 Monday 6:49 pm

জগন্নাথপুরে সৈয়দ ফারুকের মতবিনিময় সভা

সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী সৈয়দ সাজিদুর রহমান ফারুক গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন।

তিনি উপজেলার পাটলী ইউনিয়নের বিভিন্ন গ্রাম সহ রসুলগঞ্জ বাজারে মতবিনিময় সভা ও গণসংযোগ করেছেন। দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। দেশের উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তার আগামীর স্বপ্ন বাস্তবায়নের জন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন তিনি।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২ আগস্ট ২০২৩