Print Date & Time : 2 August 2025 Saturday 8:59 am

উপকূলে বৃষ্টিপাত অব্যাহত, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে।

এদিকে উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সকল শ্রেনীর মানুষ। চরম দুর্ভোগে রয়েছে শ্রমজীবিরা। অস্বাভাবিক জোয়ারের পানি ও এক টানা বৃষ্টির পানিতে তলিয়ে আছে আমনের বীজতলা। এতে দু:শ্চিন্তায় রয়েছেন বর্ষাকালীন সবজি চাষীরা।

এদিকে উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মহিপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সভাপতি মোঃ দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, সকল মাছধরা ট্রলারের জেলেদের সতর্কতার সহিত উপকূলের কাছাকাছি থেকে মাছ ধরতে বলা হয়েছে।