মাহাবুল ইসলাম, গাংনী, মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দোয়াত কলম মার্কা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক এমপির পত্নী লাইলা আরজুমান বানু (শিলা)।
রবিবার (১২ মে) দুপুরে গাংনী থানা রোডের বাসভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনার স্বামী সদ্য সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন এ ঘোষণা দেন। এসময় কান্নায় ভেঙে পড়েন লাইলা আরজুমান বানু (শিলা)।
সংবাদ সম্মেলনে লাইলা আরজুমান বানু শিলার স্বামী সাহিদুজ্জামান খোকন বলেন, কারো চাপে নয়, এটি আমাদের পারিবারিক সিদ্ধান্ত। আমি বর্তমানে গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি। স্ত্রী লাইলা আরজুমান বানু নির্বাচনে অংশ নেওয়ায় দলের মধ্যে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। দলীয় স্বার্থ বজায় রাখতে নির্বাচন থেকে সরে আসায় শ্রেয় বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন, এতদিন আমাদের পক্ষে যারা কষ্ট করে মূল্যবান সময় নষ্ট করেছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। নিজেদের ভিতর ভ্রাতৃত্ব বজায় রেখে আপনারা যাকে যোগ্য মনে করবেন তাকে ভোট দেবেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১২ মে ২০২৪

Discussion about this post