Print Date & Time : 3 July 2025 Thursday 10:05 am

উপজেলা প্রশাসন মডেল স্কুল এন্ড কলেজের উদ্বোধন

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে নবনির্মিত উপজেলা প্রশাসন মডেল স্কুল এন্ড কলেজের উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন চত্তরের বাইমহাটি এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নবনির্মিত উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন হায়দার।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার, শহীদ ভভানী প্রসাদ সাহা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমীনা জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম ও মীর্জা শামীমা আক্তার শিফা, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম। উদ্ধোধনের পর জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন হায়দার নবনির্মিত মডেল স্কুল এন্ড কলেজের শ্রেনী কক্ষ পরিদর্শন এবং একটি গাছের চারা রোপন করেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//