Print Date & Time : 2 August 2025 Saturday 7:58 am

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের যান্ত্রিক ত্রুটির কারণে ১০ দিন বন্ধ থাকার পর বুধবার (৩০ জুলাই) রাত ৮ টায় তৃতীয় ইউনিট উৎপাদনে ফিরল।

তৃতীয় ইউনিট থেকে ২৭৫ মেগাওয়াট উৎপাদনে ফলে ১৫০-১৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
ইউনিটটি চালু রাখতে প্রতিদিন ১ হাজার ৬শ’ মেট্রিক টন কয়লা প্রয়োজন পড়বে। বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, ২১ জুলাই সার্ভেয়ার ত্রুটির কারণে তৃতীয় ইউনিটটি বন্ধ হয়ে যায়, বুধবার রাত ৮ টার পর থেকে ইউনিটটি বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে। চালু হওয়ার ফলে এ অঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা অনেকটা কমে আসবে।

বড়পুকুরিয়া কয়লা খনির সরবরাহকৃত কয়লার ওপর নির্ভর করে ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রটি। বর্তমানে বড়পুকুরিয়া কয়লা খনির কোল ইয়ার্ডে মজুত রয়েছে ৩ লাখ ৭০ হাজার মেট্রিক টন কয়লা। ৫২৫ মেগাওয়াট বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট চালু রেখে স্বাভাবিক উৎপাদনের জন্য প্রতিদিন প্রায় ৫ হাজার ২শ’ মেট্রিক টন কয়লার দরকার পড়ে। তবে, আজ পর্যন্ত তিনটি ইউনিট একই সাথে কখনই চালানো সম্ভব হয়নি।