Print Date & Time : 21 April 2025 Monday 5:50 pm

উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়া চেম্বারের নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র দ্বিবার্ষিক নির্বাচন শেষ হলো। ভোটকে কেন্দ্র করে শহরের বড় বাজারস্থ চেম্বার ভবন এবং আশে পাশের এলাকা ছিল উৎসবমুখর কুষ্টিয়া চেম্বারের নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ সমর্থিত প্যানেলের নিরনকুশ বিজয় হয়েছে। ‘এ’ গ্রুপে এবং ‘বি’ গ্রুপের একজন করে প্রার্থী ছাড়া সকল প্রার্থীই বিপুল বোটে জয়ী হয়েছেন। চেম্বার ভবনের ৪র্থ তলায় অনুষ্ঠিত নির্বাচনে ‘এ’ গ্রুপের ১২টি পরিচালক পদের জন্য ২২জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। ‘এ’ গ্রুপের ভোটার ছিল ১৮২৩জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১৬৩৭জন। ভোট বাতিল হয়েছে ৬৪টি। নির্বাচনে জয়ী হয়েছেন ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ সমর্থিত’ সাধারন সদস্য প্যানেলের প্রার্থী এস এম আলমগীর আলম প্রাপ্ত ভোট ১২৮৩, আলহাজ্ব মোঃ ওমর ফারুক প্রাপ্ত ১২৭৮ভোট,

হাজী মোঃ আখতারুজ্জামান প্রাপ্ত ভোট ১২৬৩, প্রকৌঃ সাইফুল আলম মারুফ প্রাপ্ত ভোট ১১৮৯ ভোট, খন্দকার জিয়াদুল হক প্রাপ্ত ভোট ১১৮৩ ভোট, মোঃ জাহিদুর রহমান রানা সোহাগ প্রাপ্ত ভোট ১১৭৩, মোঃ আব্দুল কাদের জুয়েল প্রাপ্ত ভোট ১১৪১, মোঃ মেজবার রহমান প্রাপ্ত ভোট ১১২৯, খন্দকার ইকবাল মাহমুদ প্রাপ্ত ভোট ১০৯২, মোঃ শহীদ মুসা মঞ্জু প্রাপ্ত ভোট ১০১৬ ভোট, মোঃ ফজলে করিম ৯১০ ভোট এবং ‘সর্বস্তরের ব্যবসায়ী পরিষদ সমর্থিত’ প্যানেলের প্রার্থী জাকিরুল ইসলাম ৮৫৩ভোট পেয়ে জয়ী হয়েছেন। ‘এ’ গ্রুপের পরাজিত প্রার্থীদের প্রাপ্ত ভোট মোঃ হাবিবুল আলম ৮৩৩ এবং উত্তম সাহা ৮০৯, মোঃ আব্দুল লতিফ ৬৬৬, মোঃ আসাদুল ইসলাম ৬৩৯, েেমাখলেসুর রহমান বাবলু ৪৯৯ খন্দকার শওকত আলী টন ৪৬০, মোঃ হামিদুর রহমান ৫৬২, আলহাজ্ব আব্দুল মালেক ৩৩৬, মাঃ মামুনুর রশিদ ঠান্টু ২৫৪, বিশ্বজিত সাহা সন্টু ২০২ ভোট।

এদিকে ‘বি’ গ্রুপে ভোটার ৬৩৬জন। ৬টি পদে পরিচালক নির্বাচনের জন্য প্রার্থী ছিল ১০জন। ‘বি’ গ্রুপে ভোট পড়েছে ৫৮০টি, বাতিল হয়েছে ৯টি। নির্বাচিত প্রার্থীরা হলেন মাহবুবুর রহমান টিপু প্রাপ্ত ভোট ৪৩০, শাকিল আহমেদ জালাল ৪২৬ভোট, মোঃ রফিকুল ইসলাম ৩৭৩ ভোট, হারুন অর রশিদ প্রাপ্ত ভোট ৩৭২, এস, এম কাদেরী শাকিল প্রাপ্ত ভোট ৩৭০, মোঃ মতিয়ার রহমান ৩২৭ভোট। পরাজিত প্রার্থীরা হলেন রুহুল আমীন প্রাপ্ত ভোট ৩০৯, কামাল আহমেদ করিম ৩০৩ ভোট, মুক্তারুজ্জামান চৌধুরী মুরাদ প্রাপ্ত ভোট ২৭৫ এবং আবু জুবায়েদ রিপন পেয়েছেন ২৫০ ভোট। ট্রেড গ্রুপ‘র নির্বাচনে ইতিমধ্যে তিনজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েছেন। ট্রেড গ্রুপের বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিতরা হলেন হাজী মোঃ রবিউল ইসলাম, মোঃ মোয়াজ্জেম হোসেন মোকাররম ও মোঃ আবু জাফর মোল্লা। আজ সভাপতি,সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি পদে নিবাচন অনুষ্ঠিত হবে।