নিজস্ব প্রতিবেদক ॥ “আমার গ্রামই হোক আমার শহর” প্রতিপাদ্যকে সামনে রেখে আধুনিক নগর সুবিধা সম্প্রসারনের মাধ্যমে কুষ্টিয়ার হাটশ হরিপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে রুপ দিতে উৎসব মুখর পরিবেশে চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক হাসান আলী। বুধবার (০৮ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসে এ মনোনয়ন পত্র জমা দেন তিনি। মনোনয়ন পত্র জমাদানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক নেতা হাসান আলীর সাথে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক আনিচুজ্জামান ডাবলু, এডিটরস ফোরামের সভাপতি মুজিবুল শেখ, বৈশাখী টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, বাংলা টেলিভিনের প্রতিনিধি এম লিটন উজ জামান, বাংলাদেশ বেতারের প্রতিনিধি দেলোয়ার মানিক, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি রবিউল আলম ইভান, দেশান্তর টিভির পরিচালক রুহুল আমিন বাবু, কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য জাহিদ হাসান, আসলাম আলী, খালেদ সাইফুল, কাজী সাইফুল প্রমুখ। এছাড়া কুষ্টিয়া প্রেসক্লাব, কুষ্টিয়া এডিটরস ফোরাম, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাব ও জেলা টেলিভিশন ক্যামেরা পার্সন অ্যাসোসিয়েশনের নেতৃবন্দরা উপস্থিত ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিক হাসান আলী এলাকার বিভিন্ন উন্নয়নমুলক ও জনকল্যাণমুলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন। এছাড়া তিনি হাটশ হরিপুর নদী ভাঙ্গন প্রতিরোধ সংগ্রাম কমিটির সভাপতি, ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) এর সভাপতি, সম্মিলিত সামাজিক আন্দোলন সদর উপজেলার সভাপতি, টিভি জার্নালিষ্ট এসোশিয়েশন কুষ্টিয়ার সভাপতি, কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য এবং মানবাধিকার কর্মী হিসাবে সততার সাথে তার দায়িত্ব পালন করে আসছেন। সাংবাদিক হাসান আলী তার নির্বাচনী ইসতেহারে উল্লেখ করেছেন হরিপুর ইউনিয়ন একটি মডেল ইউনিয়ন হিসাবে প্রতিষ্টা করা হবে। সেই সাথে ইসতেহারে রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক সেবা খাতের প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও সম্প্রসারন। রাস্তা-ঘাট, সুয়ারেজ-পয়নিষ্কাশনসহ সু-পেয় পানি ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন। ইউনিয়নের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুর সর্বোচ্চ উপযোগিতা সৃষ্টিকরণে প্রাসঙ্গিক সম্ভাব্য পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ণ। গর্বিত নাগরিক হিসেবে তারুন্যের সমৃদ্ধি ও বিকাশকে বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ। সকল প্রকার প্রাকৃতিক বিপর্যয়ের আগ্রাসন রুখতে ইউনিয়নের নিরাপত্তা বেষ্টনী নিশ্চিতকরণ। নারীর ক্ষমতায়ন ও মর্যাদা নিশ্চিতকরণে প্রধান বাধা দৃষ্টিভঙ্গির পরিবর্তনসহ যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণ। যে কোন ধরনের সংকটকালীন পরিস্থিতি মোকাবিলায় আপদ কালীন সম্পদ সৃষ্টির ব্যবস্থা গ্রহণ। বিশেষ সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠাকরণ। কৃষি ও শিল্প খাতে সম্ভাব্য প্রাতিষ্ঠানিক উন্নয়ন নিশ্চিত করে নাগরিক জীবনে অর্থনৈতিক প্রবাহ সৃষ্টি। ইউনিয়নের ঐতিহাসিক নিদর্শণরূপে যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তার যথাযথ মর্যাদা ও সম্মান সুরক্ষায় শিল্প সাহিত্য কৃষ্টি সাংস্কৃতিক কর্মকান্ডের প্রাতিষ্ঠানিক রূপদানসহ ইউনিয়নকে সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়ার পর্যটন ষ্পট হিসেবে প্রতিষ্ঠা করা হবে।

Discussion about this post