Print Date & Time : 13 May 2025 Tuesday 11:52 am

এইচএসসিতে মিরপুরে সেরা নবাব সিরাজউদ্দৌলা কলেজ

মিরপুর (কুষ্টিয়া) : এবারের এইচএসি পরীক্ষার ফলাফলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নয়টি কলেজের মধ্যে এবারো উপজেলায় শীর্ষে রয়েছে নবাব সিরাজ-উদ-দৌলা কলেজ। তাদের পাসের হার ৯৫.৭৪ শতাংশ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নবাব সিরাজউদ্দৌলা কলেজ থেকে ৪৮ জন পরিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেন ৪৬ জন।

আমলা সরকারী কলেজ ৯৫.২৫ শতাংশ পেয়ে দ্বিতীয় এবং মিরপুর মহিলা কলেজ ৮৭ শতাংশ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়াও নিমতলা কলেজ ৮৬.২১ শতাংশ, ছাতিয়ান কলেজ ৮৩ শতাংশ, সাগরখালী কলেজ ৭৬ শতাংশ, হালসা কলেজ ৭৩ শতাংশ, মীর আব্দুল করিম কলেজ ৪৯ শতাংশ, মিরপুর মাহমুদা চৌধুরী কলেজ ৪৪ শতাংশ।

সিরাজউদ্দৌলা কলেজের অধ্যক্ষ মুহা: ফরিদ উদ্দিন বলেন, বলেন, এবারে এইচএসসি পরীক্ষায় ৪৮ জন অংশগ্রহণ করে ৪৬ জন পাশ করেছে। এরমধ্যে একজন জিপিএ-৫ পেয়েছে। আমাদের কলেজের পাশের হার ৯৫.৭৪ শতাংশ। যেটি কিনা উপজেলার মধ্যে শীর্ষে রয়েছে।

তিনি বলেন, দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি নবাব সিরাজউদ্দৌলা কলেজকে এমপিওভুক্তির অনুমোদন দিয়েছে সরকার।

মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন সন্তোষ প্রকাশ করে বলেন, এবারের এইচএসি পরীক্ষার ফলাফলে মিরপুর উপজেলার নয়টি কলেজের মধ্যে উপজেলায় শীর্ষে রয়েছে নবাব সিরাজ-উদ-দৌলা কলেজ। এই কলেজ তার শিক্ষার মান ধরে রাখুক।

দৈনিক দেশতথ্য//এসএইচ//