নিজস্ব প্রতিবেদক:এইচএসসি পরীক্ষার ফলাফলে জেলার মধ্যে শীর্ষ স্থান লাভ করেছে কুষ্টিয়া সরকারী কলেজ জিপিএ-৫ পেয়েছে ৮শ ৭৫ জন শিক্ষার্থী। অন্যদিকে কুষ্টিয়া সরকারী মহিলা কলেজে জিপিএ-৫ পেয়েছে ৩শ ৮৫ জন শিক্ষার্থী। প্রতিষ্ঠান সুত্রে জানা গেছে, এ বছর কুষ্টিয়া সরকারী কলেজে মোট পরীক্ষার্থী ছিলো ১ হাজার ২শ ৭৬ জন, কৃতকার্য হয়েছে ১ হাজার ২শ ৫৭ জন, জিপিএ-৫ পেয়েছে ৮শ ৭৫ জন শিক্ষার্থী। এরমধ্যে বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ছিলো ৫শ ২৬ জন, কৃতকার্য হয়েছে ৫শ ২১ জন, জিপিএ-৫ পেয়েছে ৫শ ১৫ জন শিক্ষার্থী। এই বিভাগ থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। মানবিক বিভাগে বিভাগে পরীক্ষার্থী ছিলো ৩শ ৩২ জন, কৃতকার্য হয়েছে ৩শ ২৬ জন, জিপিএ-৫ পেয়েছে ২শ ৪৩ জন শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থী ছিলো ৪শ ১৮ জন, কৃতকার্য হয়েছে ৪শ ১০ জন, জিপিএ-৫ পেয়েছে ১শ ১৭ জন শিক্ষার্থী। কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী মনজুর কাদির ফলাফলে সন্তোস প্রকাশ বলেন, করোনাকালীন সময় লেখা-পড়ার ক্ষেত্রে বিভিন্ন বাধা বিপত্তির সম্মুক্ষিন হতে হয়েছে শিক্ষার্থীদের, তা না হলে ফলাফল আরো ভালো হতো। অন্যদিকে কুষ্টিয়া সরকারী মহিলা কলেজে এবার ৭ শ ৭৬ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩শ ৮৫ জন শিক্ষার্থী। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২শ ১৪ জন শিক্ষার্থী। মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১শ ৬১ জন শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১০জন শিক্ষার্থী।
অপরদিকে কুষ্টিয়া কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসায় আলিম পরীক্ষায় ৬০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫৭ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ০২ জন শিক্ষার্থী। কুষ্টিয়া জেলা প্রশাসকের শিক্ষা ও কল্যাণ শাখা সুত্রে জানা গেছে, জেলায় এবার মোট পরীক্ষার্থী ছিলো ১৯হাজার ৯শ ৬৩ জন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post