Print Date & Time : 12 September 2025 Friday 12:24 am

একই বাড়িতে মিললো বোমা, কাফনের কাপড় ও চিরকুট

মেহেরপুর প্রতিনিধি: ২ মাসের ব্যবধানে একই বাড়িতে দুটি বোমা, কাফনের কাপড় ও মৃত্যুর হুমকি দেওয়া চিরকুল উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মেহেরপুর গাংনী উপজেলার চৌগাছা বিশ্বাস পাড়াতে। আজ সোমবার সকাল ১০ টার সময় গাংনী পৌর শহরের চৌগাছা গ্রামের জয়নাল আবেদীনের বাড়ি থেকে  বোমা, কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার করা হয়। জয়নাল আবেদীন (৪৫) চৌগাছা ৪ নং ওয়ার্ডের বিশ্বাস পাড়া  ও গাংনী বাজারের বস্তা ব্যবসায়ী।

জয়নাল আবেদীন জানান, সকালে বাড়িড় সামনে একটি ব্যাগ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে গাংনী থানার এস আই দেবাশীষ সঙ্গীয় ফোর্স নিয়ে ব্যাগের মধ্যে থেকে লাল টেপ দিয়ে মড়ানো দুটি বোমা, কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার করে।

তিনি আরো জানান, দুই মাসের ব্যবধানে আবারো আমার বাড়িতে কে বা কারা বোমা রেখেছে। এতো আমি সহ আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাংনীর চৌগাছা গ্রামে একের পর এক বোমা ও কাফনের কাপড় উদ্ধার হওয়াতে আমরা আতঙ্কিত।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল বলেন, বোমাটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে। ভয়ভীতি দেখানোর জন্য কেউ এটা করতে পারে। তবে সিসি টিভি ফুটেজ দেখে দুস্কৃতিকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ৩১ আগষ্ট শনিবার একই স্থান থেকে একটি বোমা, কাফনের কাপড় ও একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। ২৭ আগষ্ট মঙ্গলবার একই ওয়ার্ডের জহিরুল ইসলাম মিঠুর বাড়িতে বোমা হামলা করা হয় এবং ৩০ আগষ্ট  শুক্রবার আনুমানিক রাত ১১ টার দিকে একটা বোমা ও কাফনের কাপড় উদ্ধার করে পুলিশ। 

এছাড়া ৩০ সেপ্টেম্বর শুক্রবার সকালে গাংনী উপজেলার গোপালনগর বাজার থেকে দুটি বোমা, কাফনের কাপড় ও মৃত্যুর হুমকি দেওয়া চিরকুল উদ্ধার করেছে পুলিশ এবং উপজেলার কড়ইগাছি গ্রামের  ব্যবসায়ী সুমন আলীর বাড়ির সামনে থেকে মঙ্গলবার (২২ অক্টোবর) হাতবোমা, কাফনের কাপড়, সাবান ও আগরবাতি উদ্ধার করেছে পুলিশ।

এহ/28/10/24/ দেশ তথ্য