Print Date & Time : 23 April 2025 Wednesday 9:05 pm

একদিনে খুমেক হাসপাতালে ১০ ডেঙ্গু রোগী ভর্তি

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি:

গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১০জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালে সর্বোমোট ২৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।
অপরদিকে গত ২৪ ঘন্টায় ৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ তথ্য নিশ্চিত করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুভাষ রঞ্জন হালদার জানান, চলতি বছর খুলনায় সর্বমোট ৯০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। আর গত ২৪ ঘন্টায় ১০ জন রোগী ভর্তি হয়। অপরদিকে গত ২৪ ঘন্টায় ৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে ২৩ জন রোগী ভর্তি রয়েছে বলেও জানান তিনি।

দৈনিক দেশতথ্য// এইচ//