Print Date & Time : 2 July 2025 Wednesday 8:10 am

একযুগ পর লালমনিরহাটে বিএনপির বিক্ষোভ

দীর্ঘ প্রায় এক যুগপর বিএনপির এমন একটি বিক্ষোভ সমাবেশ পার্টি অফিসের সামনে করতে পেরেছে রালমনিরহাট বিএনপি। বিদ্যুত, জ¦ালানি তেল, লোডসেডিং, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদ জানাতে এই বিক্ষোভ সমাবেশ আহবান করা হয়

শুক্রবার বিকেলে জেলা শহরের আলোরূপা মোড়স্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় বিপুল সংখ্যক নেতা কর্মী বিএনপি অফিসরে সামনের রাস্তায় গণ জমায়েত করে রাখে। বিক্ষোভ মিছিলে কয়েক শত নেতা কর্মী জমায়েত হয়।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হক ও পুরনো ঘাপটি মেরে থাকা নেতা কর্মীদের দেখা গেছে। তবে পুলিশ ব্যারিকেট ভেঙ্গে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শহরের অন্য কোথাও যেতে পারেনি।

ওই সমাবেশে বিএনপি আমলের সাবেক প্রতিমন্ত্রী ও লারমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ (অবঃ) আসাদুল হাবিব দুলু সরকারকে হুমকি দিয়ে বলেন, তারেক জিয়া অর্থ পাচার করেনি। সাড়ে ৬ হাজার কোটি লাখ টাকা শেখ হাসিনার মন্ত্রী এমপি সুইচ ব্যাংকে পাচার করে রেখেছে। হিসাব নিব। এই সরকার পাচার করা অর্থ ফিরে আনতে পারবে না। তারেক জিয়া ক্ষমতায় গিয়ে অর্থ ফিরত আনবে। তখন শেখ হাসিনার বিচার হবে। তাকেও জেলে থাকতে হবে। 

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ১২,২০২২//