Print Date & Time : 23 April 2025 Wednesday 10:06 am

একসাথে কাজ করবে বিডা ও বিল্ড

নিজস্ব প্রতিবেদক: আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিনের সভাপতিত্বে বিডা’র কনফারেন্স কক্ষে Business Initiative Leading Development (BUILD) এর সাথে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিডা’র চেয়াম্যান নির্বাহী লোকমান হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকে বিডা’র পক্ষে নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন এবং বিল্ডের পক্ষে বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফেরদৌস আরা বেগম স্বাক্ষর করেন।এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বিনিয়োগ সহজীকরণসহ, পারস্পরিক প্রযুক্তিগত সহায়তা, আধুনিক বিনিয়োগ পরিবেশ সৃষ্টি ও বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে এক সাথে কাজ করবে বিডা ও বিল্ড।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লোকমান হোসেন মিয়া বলেন, গত ১৫ বছর ধরে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, ২০০৭ সালে আমাদের মাথাপিছু আয় ছিল ৭৫০ ডলারের মতো, তা এখন ২৮৫০ ডলার। উন্নত বাংলাদেশ গড়তে আমাদের দরকার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে কাজ করা।
তিনি বলেন, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে এখন থেকে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বিল্ড নেপথ্যে আমাদের সহযোগী হিসেবে কাজ করবে।অনুষ্ঠানে বিডা ও বিল্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরসমূহের প্রতিনিধি এবং বিভিন্ন মিডিয়ার সংবাদ প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

      

দৈনিক দেশতথ্য//এসএইচ