Print Date & Time : 19 April 2025 Saturday 6:10 am

একাধিক প্রেম, ড্রাগ আসক্তি কাল হয়েছিল বলিউডের এই নায়কের

বলিউডের প্রযোজক ও অভিনেতা ফিরোজ খানের ছেলে ফারদিন খান। যে ফিরোজ খানের ১৯৫৯ সাল থেকে ২০০৭ সাল দীর্ঘ ফিল্ম ক্যারিয়ার। অন্যদিকে ফারদিন ১৯৯৮-২০১০ সাল সালের মধ্যেই হারিয়ে যান! ফারদিন খানের বেড়ে ওঠা মুম্বাইয়েই। স্টার কিড হওয়ায় ইন্ডাস্ট্রিতে ফারদিনের প্রচুর বন্ধু-বান্ধব ছিল। মুম্বাইয়ের স্কুল থেকে পড়াশোনা শেষ করার পর উচ্চশিক্ষার জন্য আমেরিকা পাড়ি দেন ফারদিন। সেখানে আমিশা প্যাটেলের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে যায়। আমিশাও সেসময় আমেরিকাতেই পড়ছিলেন। পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসেন ফারদিন। এরপর বাবার দেখানো পথেই হাঁটেন।