Print Date & Time : 9 May 2025 Friday 10:35 am

একাধিক মামলার পলাতক আসামি ইয়াবাসহ আটক

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
হাটহাজারীতে একাধিক মামলার পলাতক আসামি মো.জাহাঙ্গীর আলম (৪৯) কে ইয়াবাসহ আটক করেছে মডেল থানা পুলিশ।

রবিবার (৩০ জুলাই) ভোর রাতের দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১নং গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো.জাহাঙ্গীর আলম ১১ নং ফতেপুর ইউনিয়নের পশ্চিম পট্টির ওমর আলী সিকদার বাড়ির রাজা মিয়া প্রকাশ জুনু মিয়ার পুত্র।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর রাতের দিকে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক মো.রায়হান হোসেন অভিযান চালিয়ে আসামি মো.জাহাঙ্গীর আলমকে পাঁচশত পিচ ইয়াবা সহ আটক করেন।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেছে যার মামলা নং ৪৭।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুজ্জামান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতকে রবিবার কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এস//