Print Date & Time : 16 May 2025 Friday 2:49 pm

একা বাড়িতে কিশোরীর ঝুলন্ত মৃতদেহ

জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা কালীগরহাট গ্রামে ববিতা রানী(১৪) নামে এক  কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। গতকাল  রবিবার সন্ধ্যায় মৃতদেহ পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ সোমবার   মৃতদেহটি মর্গে পাঠানো হয়েছে। সে ঐ গ্রামের  রবিকান্ত বর্মনের মেয়ে।বসত ঘরের আড়াতে মৃতদেহটি ঝুলে ছিল।

থানা পুলিশ  ও গ্রামবাসি  জানান,  মায়ের মৃত্যু পর ভ্যান চালক বাবা ও মেয়ে বসবাস করে আসছিল। বাবা ভ্যান চালাতে সকালে বেড়িয়ে পড়ত, সন্ধ্যায় বাড়িতে ফিরে আসতেন।  মেয়েটি একাই বাড়িতে থাকত। এবাড়ি ওবাড়ি  ছুটোছুটি করে সময় কাটত তার। সেই দিন দুপুরের পর প্রতিবেশীরা মেয়েটিকে দেখতে না পেয়ে খোঁজ নিতে গিয়ে ঘরের আড়ায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। প্রতিবেশীররা পুলিশ ও বাবাকে খবর দেয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরী  মানসিক ভারসাম্য দাবিছে পরিবারের অন্য সদস্যরা। থানায় লিখিত দিয়েছে লাশ দাহের অনুমতি চেয়ে আবেদন করেছে। প্রতিবেশীদের  প্রশ্ন মৃতদেহটি দেখে মনে হয় কিশোরী অন্তস্বত্তা।  হত্যা করে ঝুলিয়ে রাখা হতে পারে।  ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোক্তারুল ইসলাম জানান, পোষ্ট মডেম রির্পোট পেলে রহস্য উদঘাটন হবে। 

এবি//দৈনিক দেশতথ্য// অক্টোবর ২৪,২০২২//