Print Date & Time : 12 May 2025 Monday 6:33 am

এক ইঞ্চি জায়গাও পতিত থাকবেনা: খাদ্য মন্ত্রী

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ -১আসনের জাতীয় সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন এক ইঞ্চি জায়গাও পতিত রাখা যাবেনা।
শনিবার সকাল সাড়ে ১০টায় সাপাহার উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে আয়োজিত কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরন অনুষ্ঠানে তিনি এসব কথাবলেন।

মন্ত্রী বলেন, এক মাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাই পারেন এই দেশকে উন্নয়নের কাতারে এগিয়ে নিতে ও দেশের মানুুষকে শান্তিতে রাখতে।
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, সাপাহার থানার অফিসার ইনচর্জ (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোসা: শাপলা খাতুন, শিরন্টি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন প্রমুখ বক্তব্য প্রদান করেন।
বক্তব্য শেষে প্রধান অতিথি উপজেলার ১১শ’ কৃষকের মাঝে ৫কেজি উপশী জাতের আউশ ধানের বীজ, ২০কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করেন। এর পর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মেয়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা বৃত্তি প্রদান এবং উপজেলা সদরে আনসার ব্যারাক এর শুভ উদ্বোধন সহ আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ের গৃহ নির্মাণ কাজ পরিদর্শন ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মানাধীন বীর নিবাসের কাজ পরিদর্শন করেন

দৈনিক দেশতথ্য//এল//