বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রে ৩৯ মন মাছ নিয়ে আসে একটি ট্রলার। এর মধ্যে ৩৫ মন মাছই ইলিশ।পাচ দিন আগে ট্রলারটি বঙ্গপোসাগরে মাছ শিকারে যান।
বুধবার (২৩ আগস্ট) সকালে এই মাছ নিয়ে পাথরঘাটা মৎস অবতরন কেন্দ্রে আসে ট্রলারটি। পরে সব মাছ ১৬ লাখ টাকায় বিক্রি করা হয়।
ট্রলারটি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের নলী বন্দর এলাকার বাসিন্দা আনোয়ারের যে ট্রলারটির নাম এফবি আরএস-২।
বিষয়টি এফবি আরএস-২ ট্রলারে মালিক বিকেলে মুঠোফোনে নিশ্চিত করেন।
ট্রলারটিতে মাছ শিকারে যাওয়া কয়েকজন জেলে বলেন, অনেক দিন পরে এত বেশি মাছ শিকার করতে পেরে আমরা অনেক খুশি। এখন তো আর তেমন মাছ শিকার করা যায় না অনেক ধার দেনা করে এই বছর সংসার চালিয়েছি। আল্লাহর রহমতে এবার সকল দেনা পরিশোধ করতে পারবো।
ট্রলারটির মাঝি মোঃ মনির বলেন, ট্রলার সহ সকল জেলেদের নিয়ে পাথরঘাটা থেকে পাঁচ দিন আগে সাগরে মাছ শিকার করতে যাই । পাথরঘাটা থেকে পূর্বদিকে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করি আমরা। এসময় আমাদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়তে থাকে। এবং এই সকল ইলিশের প্রতিটির ওজন ৮ শ’গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত।
এফবি আরএস-২ ট্রলারটির মালিক মোঃ আনোয়ার হোসেন বলেন, আমার ট্রলারে একসঙ্গে ৩৯ মন মাছ উঠেছে। একসঙ্গে এত মাছ আমার ট্রলারে আর কোনদিন ধরা পড়েনি। অনেক দিন পর্যন্ত আমি লোকসানে ছিলাম।এর মাধ্যমে আমি সকল লোকসান কাটিয়ে উঠতে পারব। আর জেলেরাও লাভবান হবে।
পাথরঘাটা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, কিছু দিন ধরে সাগরে মাছ বেশি পাওয় যাছে। মোটামুটি সকল ট্রলারে জালে কম বেশি মাছ ধরা পরছে। বলা যায় কয়েকদিন ধরে ট্রলার মালিকরা ট্রিপ প্রতি লোকসানে নেই।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post