পটুয়াখালীর মহিপুরে সপ্তাহের ট্রিপে গিয়ে ১৭০ মণ ইলিশ নিয়ে ঘাটে ফিরলেন জেলে আবুল খায়ের।
শনিবার (২৬ আগস্ট) বিকালে এসব মাছ মহিপুরের মিথুন এন্টারপ্রাইজ নামের একটি মৎস্য আড়তে নিয়ে আসেন জেলে আবুল খায়ের । পরে সব মাছ ৫১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হয় । এ মৌসুমে এই জেলের জালেই এক ট্রিপে সবচেয়ে বেশি ইলিশ ধরা পড়লো ।
মিথুন এন্টার প্রাইজের সত্ত্বাধিকারী মিথুন মিয়া জানান, প্রায় এক সপ্তাহ আগে লক্ষীপুর থেকে ‘এফবি রিভার মেড’ নামের একটি ট্রলারে ১৭ জন জেলেসহ মাঝি আবুল খায়ের সাগরে যায়। গভীর সাগরে দিনে দু’বার করে জাল ফেলার পর তার জালে ১৭০ মন ইলিশ ধরা পরে । পরে গতকাল (শনিবার) বিকালে তিনি এসব ইলিশ আমাদের আড়তে নিয়ে আসেন। মাছ আড়তে নামানোর পর পরই তিনি ফের জেলেদের নিয়ে গভীর চলে যান। আমরা এসব মাছ ৪৮ হাজার করে ১ মন, ৪২ হাজার করে ৫৭ মন, ৩৩ হাজার করে ৬৮ মন, ২৭ হাজার করে ৯ মন ও ১৫ হাজার করে ৩৫ মন মাছ নিলামের মাধ্যমে বিক্রি করি। গত দুই বছরের মধ্যে জেলে আবুল খায়ের গতকাল সবচেয়ে বেশি ইলিশ নিয়ে এসেছেন আমার আড়তে।
মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এবছর জেলে আবুল খায়ের সবেচেয়ে বেশি পরিমান ইলিশ পেয়েছেন। আবহাওয়া অনুকুলে অন্যান্য জেলের জালেও বড় সাইজের বেশি পরিমান ইলিশ ধরা পড়বে আমরা আশা করছি ।
দৈনিক দেশতথ্য//এইচ/