সাবেক উপমন্ত্রী দুলু মামলায় হাজিরা দিতে এসে আদালতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।
মঙ্গলবার লালমনিরহাট জজ কোর্ট আদালতে মামলায় হাজিরা দিতে এসে সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাঁকে উপস্থিত নেতা কর্মীরা ধরাধরি করে তাৎক্ষণিক লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করায়। প্রাথমিক চিকিৎসায় কিছু টা সুস্থতা অনুভব হলে বিকেলে স্বজনরা এসে নিজ গ্রামের বাড়ি বড়বািতে নিয়ে যায়। তার উন্নত চিকিৎসা প্রয়োজন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালে জাতীয়পার্টির নেতা জিএম কাদের এমপির ব্যানার, পোষ্টার বিএনপি নেতা কর্মীরা জেলা সদরের বড়বাড়ি ইউনিয়নের শিমুল তলায় ছিঁড়ে ফেলে। এ সময় বড়বাড়ি ইউনিয়ন জাপার সভাপতি আব্দুর রহমান কে বিএনপির ক্যাডার ও দূূর্বৃত্তরা পিটিয়ে রক্তাক্ত জখম করে। এই ঘটনায় জাপা নেতা বড়বাড়ি ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করে। সেই মামলায় জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল দুলু কে প্রধান আসামী করা হয়। মামলা নম্বর জিআর ৫০/১৯। মামলায় হাজিরা দিতে এসে অসুস্থ হয়ে পড়ে।

Discussion about this post