ইডিসিএল (এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে)র কাজী ওবায়দুর রহমান গং আদালতের আদেশ অমান্য করেছেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, এই কোম্পানীতে চাকরী করেন প্রায় ৩ হাজার শ্রমিক কর্মচারী। ওখানে তিনটি রেজিষ্টার্ড ইউনিয়ন আছে। ওই ইউনিয়নের সদস্যরা ভোট দিয়ে সিবিএ নেতা নির্বাচিত করেন। কতিপয় নেতার কারনে নির্বাচন বিলম্বিত হতে থাকে।
এ নিয়ে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বদরুল আলম আদালতে একটি রিট পিটিশন করেন। যার নম্বর ৯২৯৯/২১। এই রিটের পর সেখানে সিবিএ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে দুটি ট্রেড ইউনিয়নের মধ্যে প্রতিদ্বন্দিতা হওয়ার কথা ছিল। কিন্ত ট্রেড ইউনিয়ন শ্রমিক কর্মচারী লীগ বি ২১৮৯ নির্বাচন থেকে সরে যায়। যার ফলে বদরুল আলম সাধারণ সম্পাদক পক্ষদ্বয়ের ট্রেড ইউনিয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়। বিজয়ীরা গত ৫ সেপ্টম্বর ২০২২ তারিখ থেকে তাদের ট্রেড ইউনিয়নের কার্যক্রম শুরু করেন।

বদরুল আলমদের ট্রেড ইউনিয়ন নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে কাজী ওবায়দুর রহমান গং বিভিন্ন কর্মকর্তার ইন্ধনে বদরুল আলমের বিরোধীতা শুরু করেন। বদরুল আলম পক্ষ যাতে সিবিএ কার্যক্রম সঠিকভাবে না চালাতে পারে সেজন্য তারা বাধা সৃষ্টিও শুরু করেন। তারা বদরুল আলম পক্ষকে হুমকি-ধামকি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এ প্রসঙ্গে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বদরুল আলম বলেন, এসব ঘটনার প্রেক্ষিতে আমি ঢাকার ২য় সিনিয়র সহকারী জজ আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে একটি মামলা করি। মামলা নাম্বার ১৮৮৭/২২।
কেন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেয়া হবেনা সেই মমে আদালত একটি নোটিশ দেন। নোটিশ প্রাপ্তির ৭ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। আপত্তি দাখিল অন্তে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত শুনানি না হওয়া পর্যন্ত ইডিসিএল এর সিবিএ হিসেবে বাদীকে বহাল রেখে বিবাদীদের কয়েকটি আদেশ দেন। ওই আদেশে ইউনিয়নের কায্যক্রম পরিচালনায় বাধা না দিতে এবং বাদীকে সভা বা মিটিংয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে, বাদীকে স্বাভাবিক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে অন্তবর্তীকালিন নিষেধাজ্ঞার আদেশ মঞ্জুর করত: স্থিতি অবস্থা বজায় রাখার নিদেশ দেন।
বিবাদী পক্ষ ওবায়দুর রহমান গং ওই আদেশ অমান্য করে গত ১২ নভেম্বর সিবিএর নাম ব্যবহার করে একটি সম্বর্ধনা অনুষ্ঠান করেছেন। এতে বদরুল আলম পক্ষদ্বয়ের কার্যক্রমে বাধা সৃষ্টি হয়েছে বলে তারা অভিযোগ করেছেন।
আদালতের আদেশ কেন অমান্য করা হয়েছে তা জানার জন্য গতকাল (১৪.১১.২০২২) বিবাদী কাজী ওবায়দুর রহমানের ০১৭৫১—১৪৮ নাম্বারে দৈনিক দেশতথ্যের পক্ষ থেকে কল করা হয়। কাজী ওবায়দুর রহমান কল না ধরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ১৪,২০২২//