কুষ্টিয়া প্রতিনিধি:
আনন্দ ঘন পরিবেশে কুষ্টিয়ার এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের মাধ্যমিক শাখার (ষষ্ঠ-নবম) শ্রেণির শিক্ষার্থীদের পাঠ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের আয়োজনে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মো: মোজাম্মেল হক রাসেল। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মোঃ নজরুল ইসলাম, অধ্যক্ষ (একাডেমিক) মিস দিলরুবা পারভীন, ভাইচ প্রিন্সিপাল মো: রেজাউর রহমান খান।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, পরীক্ষার আগে আগে সিলেবাস শেষ করব—এই ভুল ভাবনা থেকে বের হয়ে এসে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। প্রতিদিন নিজের কাজের জন্য একটা সহজে অনুসরণীয় রুটিন ফলো করা দরকার। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতিটি কাজে শৃঙ্খলা নিয়ে আসতে হবে। কারণ, শৃঙ্খলাই সফলতার পথ তৈরি করে।
ওয়েস্টার্ন স্কলারস ফাউন্ডেশনের বোর্ড অফ ট্রাস্টিসের সদস্য মোঃ সোহেল রানা মানিকসহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। উক্ত আয়োজনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন তুলে দেন।
এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ২৬,২০২৪//