এসএম জামাল, কুষ্টিয়া : শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সচেতনতার উদ্দেশ্যে খুলনা বিভাগের মধ্যে স্মার্ট ক্যাম্পাসের স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান কুষ্টিয়ার এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়ে গেলো ‘হেলথ কেয়ার ডে’।
গতকাল দিনব্যাপী আয়োজিত এই ‘হেলথ কেয়ার ডে’ তে শিক্ষার্থীেরা স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন কনসালট্যান্ট ডাঃ মোঃ মঈন উদ্দীন এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমসিপিএস (মেডিসিন), এফসিপিএস (মেডিসিন) ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন কনসালট্যান্ট ডাঃ মোঃ শাহিন আকতার সুমন এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (শিশু), BSMMU।
এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেল জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ প্রদান এবং ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের গুরুত্ব বোঝাতেই এই আয়োজন করা হয়। ডাক্তারেরা অত্যন্ত আন্তরিকতার সাথে ছাত্রছাত্রীদের বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যবিষয়ক সচেতনতা গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।
এদিকে শিক্ষার্থীদের জন্য প্রাথমিক স্বাস্থ্য সেবা ও সচেতনতার এমন আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিভাবকসহ সংশ্লিষ্টরা। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে এমন আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ক্যাপ্টেন মো: নজরুল ইসলাম।

Discussion about this post