Print Date & Time : 6 July 2025 Sunday 7:24 am

এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘ফ্রুট ফেস্টিভাল ২০২৫’

ওপেলিয়া কনি, স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ০৫ জুলাই ২০২৫ (শনিবার) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রুট ফেস্টিভাল ২০২৫’।

প্রতিষ্ঠানের সভাপতি ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক রাসেল অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল ক্যাপ্টেন মোঃ নজরুল ইসলাম, প্রিন্সিপাল (একাডেমিক) দিলরুবা পারভীন, ভাইস প্রিন্সিপাল মোঃ রেজাউর রহমান খান এবং মোঃ ফয়জুল রহমান।

ফেস্টিভ্যালে শিক্ষার্থীরা আম, জাম, কলা, কাঁঠাল, পেয়ারা, লিচু, তরমুজসহ নানা ধরনের দেশীয় মৌসুমি ফলের সাথে পরিচিত হয়। পাশাপাশি ফলের পুষ্টিগুণ, উপকারিতা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক রাসেল বলেন, “একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গঠনে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘ফ্রুট ফেস্টিভাল ২০২৫’ এডুকেয়ার-এর শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি জ্ঞান, প্রাকৃতিক খাদ্যের গুরুত্ব এবং দেশীয় খাদ্য সংস্কৃতি সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবে বলে আমি বিশ্বাস করি। একাডেমিক শিক্ষার পাশাপাশি এ ধরনের সহশিক্ষা কার্যক্রম আমাদের শিক্ষার পরিধিকে আরও সমৃদ্ধ করে।”

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ফলভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন ও কুইজ প্রতিযোগিতা, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং তাদের সৃজনশীলতা বিকাশে সহায়ক ভূমিকা রাখে।

অনুষ্ঠানে অংশগ্রহণ করা অভিভাবকরা তাদের সন্তানের আনন্দময় ও শিক্ষামূলক এই অভিজ্ঞতা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। তারা জানান, এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে দেশীয় ফলের প্রতি আগ্রহ ও ভালোবাসা এবং স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার পাশাপাশি তাদের পরিবারের মধ্যেও পুষ্টিকর খাদ্যাভ্যাসের গুরুত্ব বোঝাতে সহায়তা করে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, এ ধরনের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে দেশীয় খাদ্য সংস্কৃতির প্রতি আগ্রহ, স্বাস্থ্য সচেতনতা এবং প্রাকৃতিক সম্পদের প্রতি কৃতজ্ঞতা ও যত্নশীল দৃষ্টিভঙ্গি তৈরি হয়। ভবিষ্যতেও শিক্ষামূলক ও সৃজনশীল এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

ওপেলিয়া কনি// দৈনিক দেশতথ্য//০৫ জুলাই ২০২৫//