Print Date & Time : 5 July 2025 Saturday 5:20 pm

এডুকেয়ারের চেয়ারম্যান রাসেলের পোয়া বারো!!

সেলিম আহামেদ তাক্কু ॥ পিয়ারপুর থেকে শুন্য হাতে কুষ্টিয়া শহরে এসে অল্প সময়ের মধ্যে প্রথমে কোচিংএ ছাত্র-ছাত্রী পড়াতে শুরু করে হঠাৎ করে একটি স্কুল খুলে নয়া কৌশল এবং অবৈধ পন্থায় বিপুল পরিমান অর্থ- সম্পদের মালিক বনে যান কুষ্টিয়া কোর্ট পাড়াস্থ সনো -২ এর সংলগ্ন এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেল ! সূত্রে প্রকাশ ,গত দুই বছর যাবত বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে গোটা দেশ যখন স্থবির সংসার চালাতে দিশেহারা অভিভাবকরা তখন অর্থলোভি রাসেল প্রতিটি ছাত্র থেকে পুরা বছরের বেতন সহ অনন্য অর্থ আদায় করলেও শিক্ষকদের বেতন ভাতা ঠিকমত পরিষোধ না করে ওই অর্থ সে আত্বসাত করেন ! এছাড়া তার কোটি টাকা দিয়ে কেনা নিশান মোড়ে জমি ঘরসহ একটি আবাসিক হোষ্টেল রয়েছে যেখানে ছাত্র ছাত্রীরা থাকেন তাদের থাকা , খাওয়া এবং বিভিন্ন ইস্যু বের করে অভিভাবকদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায় করেন যাহার ফলস্বুতিতে সম্পর্তি একজন শিক্ষার্থী ছাদ থেকে লাফিয়ে নিচে পরেন, কারন ওই অর্থ পরিষোধ করার মত তার বাবার কোন উপায় ছিলনা ! এদিকে রাসেলের নির্যাতন এবং অপমান সহ্য করতে না পেরে ওই শিক্ষার্থী এহেন কাজ করেন বলে অভিযোগ পাওয়া গেছে ! এছাড়া রাসেল মোটা অংকের অর্থের বিনিময়ে শিক্ষক ,কর্মচারি নিয়োগ দেন এবং মাঝে মধ্যে তার মনপুত শিক্ষক না হলে তাকে বিদায় করে দিয়ে নতুন শিক্ষক নিয়োগ দেন যেইটা তার অবৈধ আয়ের নয়া কৌশল কারন নিয়োগ মানেই অর্থ ! সুত্রটি দাবী করেছে এই নয়া কৌশলে তিনি বেশ কয়েকটি পরিচালকও বানিয়েছেন যাদের থেকে নেওয়া হয়েছে মোটা অংকের অর্থ ! শুধু তাই নয় তার উক্ত প্রতিষ্ঠানে দুইটা মাইক্রোবাস রয়েছে যার রেজিট্রেশন এখনও করেনি ফলে সরকারকে রাজস্ব আয় থেকে বঞ্চিত করছেন তিনি! অনেক দিক দিয়ে সরকার কে রাজস্ব থেকে বঞ্চিত এবং রাসেলের অধৈধ আয়ের ফিরিস্তি নিয়ে আমরা আবার ও আসছি চোখ রাখুন…