বাংলাদেশ তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালেক বলেছেন, বাংলাদেশে এখন ৪৫ টির বেশি টেলিভিশন চ্যানেল ও ৩ হাজার উপরে দৈনিক পত্রিকা চলমান এদেশের গনমাধ্যম সম্পূর্ন স্বাধীন।
পটুয়াখালীতে তথ্য কমিশন ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জন অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা পর্যায়ে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী জেলা প্রশাসক নূর কুতুবুল আলমের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তথ্য কমিশন বাংলাদেশের পরিচালক প্রশাসন ডক্টর আব্দুল হাকিম। পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট.মো:হাফিজুর রহমান হাফিজ, পুলিশ সুপার মো:সাইদুল ইসলাম , ও পৌর মেয়র মো:মহিউদ্দিন আহম্মেদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধিরা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post