দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) ২২৯ সদস্য বিশিষ্ট ২০২৩-২৫ কেন্দ্রীয় কার্যনির্বাহী জাতীয় কমিটির নাম প্রকাশ করা হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) এনডিএফ বিডি’র ২১-তম বর্ষে পদার্পণ উপলক্ষে শেরেবাংলা নগর আগারগাওয়ে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. মিলনায়তনের আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।
২০২৩-২৫ সেশনের জন্য একেএম শোয়েবকে চেয়ারম্যান ও আশিকুর রহমান আকাশকে মহাসচিব করে ন্যাশনাল ডিবেট ফেডারেশনের (এনডিএফ) বিডি’র ২২৯ -সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশের বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) যুক্তির পথ পরিক্রমায় বাংলাদেশে বিতর্ক আন্দোলনকে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এনডিএফ বিডি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান একেএম শোয়েবের সভাপতিত্বে উৎসবে উপস্থিত ছিলেন ঢাকা ক্যান্টনমেন্টের শিক্ষা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউল ইসলাম পিএসসি. পিএইচডি. এইসি, প্রফেসর ডক্টর মহিউদ্দিন আহমেদ, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়; স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. জহিরুল ইসলাম, সঙ্গে উপস্থিত থাকবেন ফারইস্ট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইজম মাসুদুর রহমান ও চ্যানেল আই এর সিনিয়র সাংবাদিক ও নিউজ এডিটর মির মাসরুজ্জামান রনি।
ন্যাশনাল ফেডারেশন বাংলাদেশের প্রাক্তন ও বর্তমান সংগঠক, দেশ সেরা বিতর্ক ক্লাবগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণে একুশ বর্ষপূর্তির এই আয়োজনটি কেক কাটা, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, নিরীক্ষাধর্মী সৃষ্টি ও স্রষ্টা প্রদর্শনী বিতর্ক, অতিথিদের অনুভূতি প্রকাশ করে অনুষ্ঠানে।
ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)’র এই আয়োজনে সাবেক ও বর্তমান সকল সদস্যবৃন্দ এবং বিভিন্ন ক্লাবের মডারেটর, প্রেসিডেন্ট ও সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন ।
সর্বশেষ লিডারশীপ ট্যুরে প্রতিনিধি সমাবেশের মাধ্যমে সরাসরি ভোটে এনডিএফ বিডির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি একেএম শোয়েব এবং মহাসচিব হিসেবে নির্বাচিত হন গ্রিন ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব-এর সাবেক অনুষ্ঠান বিষয়ক সম্পাদক আশিকুর রহমান আকাশ।
উক্ত কমিটিতে মহাপরিচালক (এনডিএফবিডি ডিবেট স্কুলিং) হিসেবে দায়িত্ব লাভ করেন এম আলমগীর ও মহাপরিচালক (মানবসম্পদ ও স্পন্সর) হিসেবে দায়িত্ব লাভ করেন ডা. সুকণ্যা প্রীতি উষা। কো- চেয়ারম্যান (আন্তর্জাতিক) দায়িত্ব লাভ করেন আমিরুল ইসলাম তুষার এবং সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব-এর প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব হাসান রিপনকে কো-চেয়ারম্যান (গণমাধ্যম) এবং বার্তা২৪.কমের ষ্টাফ করেসপন্ডেন্ট মো. জামাল উদ্দিন পরিচালক হিসেবে দায়িত্ব লাভ করেন।
এনডিএফ বিডির চেয়ারম্যান হিসেবে একেএম শোয়েব বলেন, ‘ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর মানবিক শপথের মধ্য দিয়ে যুক্তির আলো সারা দেশের প্রত্যেক প্রান্তে ছড়িয়ে দেয়ার অদম্য স্পৃহা কে সামনে রেখে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিতর্ক সংগঠন ন্যাশনাল বাংলাদেশের তারুণ্য নির্ভর, পরমত সহিষ্ণু ,যুক্তিবাদী, জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী নতুন শপথে আলোকিত হয়।
একই সাথে ২২৯ সদস্য বিশিষ্ট ২০২৩-২৫ কেন্দ্রীয় কার্যনির্বাহী জাতীয় কমিটির নাম প্রকাশ করা হয় ,যারা আগামীর বাংলাদেশের মেধাবী,বুদ্ধি ভিত্তিক, আলোকিত, সুদক্ষ নাগরিক হিসেবে দেশপ্রেমী প্রজন্ম বিনির্মাণে তাদের জীবনকে বাজি রেখে প্রান্তজন থেকে রাজধানী পর্যন্ত বিতর্ক শিল্পের আন্দোলনে এগিয়ে নিয়ে যাবে।
এবি//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ০৯,২০২৩//

Discussion about this post