মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি:
এনসিএল (জাতীয় ক্রিকেট লিগ) টি-টোয়েন্টির জন্য রাজশাহী একটি ভেন্যু হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেখানে আগামী ১৪ সেপ্টেম্বর রাজশাহী ও ঢাকা মেট্রোর মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে। রাজশাহী ছাড়াও বগুড়া ও সিলেট এই টুর্নামেন্টের অন্যান্য ভেন্যু।
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৪ সেপ্টেম্বর রাজশাহী ও ঢাকা মেট্রোর মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে এই টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্টটি।
প্রথম ম্যাচটি মাঠে গড়াবে রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামে। এ ছাড়া বগুড়া ও সিলেটেও হবে এনসিএলের ম্যাচ। নক আউট পর্ব হবে ৩০ সেপ্টেম্বর থেকে। ফাইনাল হবে ৩ অক্টোবর।
এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় আসর এটি। প্রথম আসরের সব ম্যাচ আয়োজন করেছিল সিলেট। তবে এবার সিলেটের সাথে ভেন্যু হিসেবে যুক্ত হচ্ছে রাজশাহী ও বগুড়া।
প্রথম আসরের মত দ্বিতীয় আসরও শুধুমাত্র স্থানীয় খেলোয়াড়রা অংশ নেবে। এবারের আসরে খেলবে সাতটি বিভাগ এবং ঢাকা মেট্রো।
এনসিএল টি-টোয়েন্টি এবারের আসরের অধিনায়ক ইতিমধ্যেই চূড়ান্ত করেছে দলগুলো। বর্তমান চ্যাম্পিয়ন রংপুর বিভাগের নেতৃত্বে থাকছেন আকবর আলী। ঢাকা বিভাগে মাহিদুল ইসলাম অঙ্কন এবং ঢাকা মেট্রোর অধিনায়কত্ব করবেন নাইম শেখ।
এটি হবে মেট্রোর শেষ টুর্নামেন্ট। কারণ, পরের বছর থেকে মেট্রোর স্থলাভিষিক্ত হবে ময়মনসিংহ বিভাগ। সিলেটের অধিনায়কের দায়িত্ব পালন করবেন জাকির হাসান। রাজশাহীকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এছাড়া খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের নেতৃত্বে থাকছেন যথাক্রমে- মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী এবং ফজলে রাব্বি।
প্রতিদিন দু’টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। তাই কাছাকাছি রাজশাহী ও বগুড়ায় এক সঙ্গে ম্যাচ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর টানা ৬ দিন রাজশাহী ও বগুড়ায় খেলা হওয়ার পর বিপিএল চলে যাবে সিলেটে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও লাগোয়া সিলেট আউটার স্টেডিয়ামে ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে শেষ পর্ব। ৩ অক্টোবর ফাইনাল দিয়ে ইতি ঘটবে আসরের।

Discussion about this post