Print Date & Time : 5 July 2025 Saturday 1:15 am

এপেক্স ক্লাব অব কুষ্টিয়া’র উদ্যোগে সহায়তা প্রদান

এপেক্স ক্লাব অব কুষ্টিয়া’র (ক্লাব-২৪,জেলা-০৬) উদ্যোগে এবং এক প্রবাসীর সহযোগিতায় এক অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন যুবককে সহায়তা প্রদান করা হয়েছে।

বিশেষ চাহিদা সম্পন্ন ওই যুবককে সচ্ছল এবং স্বাবলম্বী করে গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়।সহায়তা হিসাবে ব্যবসা করার জন্য তাকে নগদ অর্থ প্রদান করা হয়। ওই যুবক কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের অসুস্থ হেকমত আলীর ছেলে মিলন হক (২৯)।

বৃহস্পতিবার (২৫ মে ২০২৩) বিকাল ৫ টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়া বাজারে তাঁর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তাঁকে এ সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাস, এপেক্স ক্লাব অব কুষ্টিয়া’র প্রেসিডেন্ট-২০২৩ এপে, ফরহাদ হাসান সুমন,সিনিয়র এপেক্সিয়ান এপে, সাইদুল ইসলাম রুবেল,সেক্রেটারি এন্ড ডিএন এডিটর এপে, শাহারিয়া ইমন রুবেল,কোষাধ্যক্ষ এপে, আব্দুস সালাম,মেম্বারশিপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর এপে, মিরাজুল ইসলাম, ফোলোশিপ এন্ড পাবলিক রিলেশন মেম্বার এপে, খন্দকার সোহেল টানু,সাংবাদিক আলমগীর হোসেন ও স্থানীয় ব্যক্তিবর্গ প্রমুখ।

উল্লেখ্য,গত ১৩ মে মোবাইল ফোন বুকে নিয়ে ফ্লেক্সিলোডের করে জীবিকানির্বাহের সংবাদ পেয়ে এপেক্স ক্লাব কুষ্টিয়ার নেতৃবৃন্দ সরেজমিনে দেখতে যান এবং তাঁকে সহায়তা সিদ্ধান্ত গ্রহণ করেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৫ মে ২০২৩