জামালপুরে সাংবাদিকদের নিয়ে আপত্তিকর বক্তব্য ও পিটাতে চাওয়া পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদের বিরুদ্ধে জেলায় কর্মরত সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে পুলিশ সুপাররের সাথে সদর থানার ওসি মো. রেজাউল ইসলাম খানের প্রত্যাহারের দাবি করেছেন সাংবাদিকরা।
সোমবার (৬ ডিসেম্বর) সকালে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এটিএন বাংলার সাংবাদিক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের সাংবাদিক শোয়েব হোসেন, জামালপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আমাদের সময়ের সাংবাদিক আতিকুল ইসলাম রুকন, জামালপুর প্রতিদিনের সম্পাদক অধ্যাপক সুরুজ্জামান, ইনকিলাবের সাংবাদিক নূরুল আলম সিদ্দিকী, দৈনিক সচেতনকণ্ঠের সম্পাদক বজলুর রহমান, দিনকালের সাংবাদিক মুকুল রানা, বাসসের সাংবাদিক মুখলেছুর রহমান লিখন, একুশে টেলিভিশনের সাংবাদিক মুক্তা আহমেদ, সময় টেলিভিশনের সাংবাদিক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ টুডের সাংবাদিক এম সুলতান আলম, প্রথম আলোর সাংবাদিক আজিজ আহমেদ প্রমুখ।
পুলিশ সুপার ও ওসি প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান সাংবাদিক নেতারা।
উক্ত সমাবেশে জামালপুর প্রেসক্লাব, জামালপুর জেলা প্রেসক্লাব, জামালপুর রিপোর্টার্স ক্লাব ও জামালপুর টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Discussion about this post