পাকিস্তানে সরকারি চাকরিজীবীদের বেতন একলাফে ১৫ শতাংশ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে শাহবাজ শরিফের মন্ত্রিসভা। বেতনের পাশাপাশি পাঁচ শতাংশ হারে বাড়ছে পেনশনও। শুক্রবার (১০ জুন) সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি।
শাহবাজের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট ঘোষণার মাত্র ঘণ্টাখানেক আগে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন বাজেট প্রস্তাব পর্যালোচনার জন্য বৈঠক করেছে পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা। মন্ত্রিসভায় অনুমোদনের পর দেশটির পার্লামেন্টে বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল।
একদিন আগেই পাকিস্তানি অর্থমন্ত্রী জানিয়েছিলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে পাকিস্তান ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে দেশটির ‘অর্থনৈতিক অবস্থা অনুযায়ী’ সরকারী কর্মচারীদের বেতন বাড়ানো হবে বলে জানান তিনি।
এর আগে, চলতি মাসের শুরুর দিকে সেনাবাহিনীর বেতন বাড়ানোসহ প্রতিরক্ষা খাতে মোটা অংকের বরাদ্দ বাড়িয়েছিলেন শাহবাজ শরিফ।
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবর অনুসারে, জিন্নাহ নৌঘাঁটি, তুরবত নৌঘাঁটি এবং সদর দপ্তরের নতুন ভবনের পেছনে ব্যয়ের জন্য বাজেট বাড়ানোর পাশাপাশি সামরিক খাতে অতিরিক্ত আট হাজার কোটি রুপি দাবি করেছিল পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত ৩ জুন পাকিস্তানি মন্ত্রিসভার অর্থনৈতিক সমন্বয় কমিটির (ইসিসি) বৈঠকে সেই দাবি মেনে চলমান অর্থবছরে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে ১ লাখ ৪৫ হাজার কোটি রুপি করার অনুমোদন দেওয়া হয়েছে।
চলতি অর্থবছরের জন্য গত বছর প্রতিরক্ষা খাতে ১ লাখ ৩৭ হাজার কোটি রুপি বরাদ্দ দিয়েছিল ইমরান খানের সরকার। তবে ব্যয় ক্রমাগত বাড়তে থাকায় ধারণা করা হচ্ছে, শাহবাজের হাত ধরে আগামী অর্থবছরে পাকিস্তানের প্রতিরক্ষা খাতে বরাদ্দ ১ লাখ ৫৫ হাজার কোটি ছাড়িয়ে যাবে।
জা//দেশতথ্য/১০-০৬-২০২২//০৯.০৬ পিএম