জে.এম রুমান দেওয়ান, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জের ঐতিহ্যবাহী মার্চেন্ট ওয়ার্কার (এমডব্লিউ) উচ্চ বিদ্যালয়ে ১দিন ব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে।
গতকাল ৬ই জানুয়ারি (সোমবার) স্কুল মাঠে শিক্ষার্থীদের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই প্রথম শিক্ষার্থীদের পিঠা উৎসবে খুশি হয়েছেন স্কুলের অভিভাবক ও শিক্ষার্থীরা। তারা মনে করেন প্রতি বছর এই উৎসব চলমান থাকলে শিক্ষার্থীরা বিনোদনের পাশাপাশি তাদের হাতের কাজেরও মেধা প্রকাশ করতে পারবে।
সর্বমোট ১০টি স্টলের ৫টি স্টল ছাত্রদের ও ৫টি স্টল ছাত্রীদের ভাগ করে দেওয়া হয়, সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত পিঠা উৎসব চলেছে। শিক্ষার্থীরা বিভিন্ন রকম পিঠা তৈরি করে সকাল থেকেই স্টলে সাজিয়ে রাখেন, পিঠা উৎসব এর আমেজে সকাল থেকেই স্কুল মাঠ ও আশে পাশের রাস্তায় অভিভাবক ও ক্রেতাদের উপচেপড়া ভীড় লক্ষ করা যায়।
এ সময়ে উপস্থিত ছিলেন এমডব্লিউ উচ্চ বিদ্যালয়ের সভাপতি, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ মতিউর রহমান মতি, স্কুল পরিচালনা পরিষদের সদস্য জহিরুল ইসলাম সাগর, মোশাররফ হোসেন, প্রধান শিক্ষিকা রওশন আরা, নারায়নগঞ্জ যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক, মনিরা সুলতানা মনি ও স্বর্নালী জাহান সহ শিক্ষক/শিক্ষিকা ও স্থানীয় নেতৃবৃন্দ।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post