এসএম জামাল:
ঢাকাস্থ মিরপুর উপজেলা সমিতি গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়া-২ আসনের (মিরপুর-ভেড়ামারা) নব নির্বাচিত এমপি কামারুল আরেফীনকে শুভেচ্ছা জানিয়েছে। সমিতির সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব টিপু সুলতানের নেতৃত্বে এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সভাপতি টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা, অর্থ সম্পাদক মারফত আলী, যুগ্ম অর্থ সম্পাদক মেজবাহ উদ্দিন, সৈয়দ নাইমুজ্জামান, সৈয়দ সাইফুজ্জামান, রাকিব উদ্দিনসহ অন্যান্যরা।
এমপি কামারুল আরেফিন বলেন, আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের কর্মী। আমরা দেশরত্ন শেখ হাসিনার লোক এটিই আমাদের বড় পরিচয়। মিরপুর-ভেড়ামারা উপজেলায় দৃশ্যমান উন্নয়নসহ মানুষের চাওয়া পাওয়া গুলো পূরণ করার জন্য আমরা আন্তরিকভাবে কাজ করতে চাই। আমাদের প্রতিটি কাজের পেছনের মূল উদ্দেশ্য থাকবে মানুষের কল্যাণ।
এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ১৭,২০২৪//

Discussion about this post