মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী এমবিকে মাধ্যমিক বিদ্যালয়ের নতুন কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগন। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন সাবেক সভাপতি শহিদুল ইসলাম। তিনি জানান, এমবিকে মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হবার পর প্রধান শিক্ষক আনোয়ার হোসেন সভাপতির স্বাক্ষর জালিয়াতি করে খসড়া ভোটার তালিকা প্রস্তুত করেন। নির্বাচনের কোন তারিখ ও ভোটার তালিকা শিখ।ষার্থীদেরকে পড়ে শোনানো হয় নি। প্রধান শিক্ষক মানিকদিয়া গ্রামের জনৈক আব্দুর রবকে সভাপতি করে সমস্ত কাগজপত্র যশোর শিক্ষা বোর্ডে প্রেরণ করেন।
অবৈধ লেন দেনের মাধ্যমে গঠিত এ কমিটির বিষয় জানতে পেরে শিক্ষাবোর্ড বিদ্যালয় পরিদর্শক বরাবর একটি আবেদনপত্র দেয়া হয়েছে। সে আবেদনের প্রেক্ষিতে শিক্ষা বোর্ড মেহেরপুর জেলা প্রশাসককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেন। এ ব্যাপারে এলাকাবাসি প্রধান শিক্ষক আনোয়ার হোসেনকে জিজ্ঞাসা করলেও তিনি কোন সদুত্তোর প্রদান করেন নি বরং বিদ্যালয়ে তিন মাস অনুপস্থিত রয়েছেন।
সাবেক সভাপতি শহিদুল ইসলাম আরো জানান, আনোয়ার হোসেন গাংনী সরকারী ডিগ্রী করেজের একজন অফিস সহায়ক। তিনি কলেজে চাকরী করেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। বিদ্যালয়ে তিন চারমাস পরপর উপস্থিত হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করেন। একটি রাজনৈতিক দলের ক্ষমতা দেখিয়ে অবৈধভাবে দুটি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। সাবেক সভাপতিসহ এলাকাবাসি প্রধান শিক্ষকের দূর্ণীতি ও ক্ষমতার অপব্যবহারের বিচার দাবী করেন এবং নতুন কমিটি বাতিলের দাবী জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় গন্যমান্য ব্যাক্তি ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ৪,২০২৪//