Print Date & Time : 10 May 2025 Saturday 7:15 pm

এরশাদের উন্নয়ন ভিত্তির উপরেই হচ্ছে দেশের সব উন্নয়ন—-এমপি আদেল

এখনো বাংলাদেশে যে উন্নয়নগুলো হচ্ছে সেগুলো এরশাদ সাহেবের উন্নয়নের ভিত্তির উপরেই হচ্ছে। ডোমার উপজেলা শাখার উদ্যোগে জাপার উপজেলা শাখার দ্বি  -বাষি’ক সম্মেলনে এসব কথা বলেন জাতীয় পাটি’ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এমপি আহসান মোঃ আদেলুর রহমান (আদেল)।

তিনি আরোও বলেন, রাজনৈতিক ভাবে আমরা জনগনের পক্ষে অবস্থান নিয়েছি। দেশের মানুষ অনেক বছর আওয়ামীলীগ বিএনপির রাজনীতি দেখেছে। হোসাইন মুহাম্মদ এরশাদের সংস্কারমূলক কর্মকান্ড এবং তার উদ্যোগসমূহ বাংলাদেশকে অনেকদুর অগ্রসর করেছে। এখনো বাংলাদেশে যে উন্নয়নগুলো হচ্ছে সেগুলো এরশাদ সাহেবের উন্নয়নের ভিত্তির উপরেই হচ্ছে।

১৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে জাতীয় পার্টির ডোমার উপজেলা শাখার উদ্যোগে জাপার উপজেলা শাখার দ্বি -বাষিক সম্মেলনে ডোমার উপজেলা শাখার আহবায়ক সার্জেন্ট(অবঃ) মোঃ তহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির  বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এমপি এসব কথা বলেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জাপার নীলফামারী জেলা শাখার যুগ্ম আহবায়ক রশিদুল ইসলাম, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য লেঃ কর্নেল মোঃ তছলিম উদ্দিন (পি,এস,সি) নীলফামারীর জেলা শাখার সদস্য সচিব এ,কে,এম সাজ্জাদ পারভেজ, জাতীয় পার্টি জেলা মহিলা দলের আহ্বায়ক তৌহিদা জ্যোতি, সদস্য সচিব শারমিন রিমা, জেলা শ্রমিক পার্টির সভাপতি বজলার রহমান, ডোমার উপজেলা শাখার আহবায়ক সার্জেন্ট(অবঃ) মোঃতহিদুল ইসলাম প্রমুখ।

জাতীয় পার্টি ডোমার উপজেলা শাখার দ্বি -বাষিক সম্মেলনের উদ্বোধন করেন নীলফামারীর জেলা শাখার আহবায়ক এন.কে আলম চৌধুরী।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৬,২০২২//