Print Date & Time : 10 May 2025 Saturday 12:53 pm

এলজিইডির টাকা আত্মসাৎ করায় ৩জনের সাজা

দুই যুগ পূর্বে (১৯৯৮) কুষ্টিয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির প্রকল্পের ব্যাংক হিসাবের দুইটি চেক জালিয়াতি করে সরকারের সাড়ে ১৭ লক্ষ টাকা আত্মসাত করেন ওই দপ্তরের কিছু অসাধু কর্মচারী, মসজিদের ইমাম ও ব্যাংকে কিছু অসাধু ব্যক্তিবর্গ। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগ এনে কুষ্টিয়া সদর থানায় এলজিইডির তৎকালীন নির্বাহী প্রকৌশলী নূর মোহাম্মদ’র করা মামলাটি প্রায় দুই যুগ ধরে চড়াই উৎরাই শেষে এর রায়ের মধ্যদিয়ে দীর্ঘসূত্রিতার অবসান হয়েছে। বৃহষ্পতিবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো: আশরাফুল ইসলামের আদালত দোষীদের উপস্থিতিতে রায় ঘোষনা করেছেন।

বিভিন্ন মেয়াদ ও জরিমানা ধার্য্যে সাজাপ্রাপ্তরা হলেন- এলজিইডি কুষ্টিয়া অফিসের পিয়ন আব্দুল মতিন(৬৫)কে ৬বছর কারাদন্ডসহ ১৮লক্ষ টাকা এবং মসজিদের ইমাম কারী মো: আবুল কাশেম(৭০)কে ৪বছর সশ্রম কারাভোগসহ পৃথক ভাবে ১৮লক্ষ টাকা জরিমানা এবং হিসাব রক্ষক(অবসরপ্রাপ্ত) সাফায়েত হোসেন(৭৫)কে দুই বছরের সাজার আদেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে ফেব্রুয়ারী থেকে ৩০জুলাই সময়কালে মধ্যে কোন একসময়ে এলজিইডির দাপ্তরিক হিসাব সোনালী ব্যাংক চলতি হিসাব নং ৪২৪৬ এর দুটি চেকের স্বাক্ষর জালিয়াতি করে যথাক্রমে ৭লাখ ৮০ হাজার এবং অপরটিতে ৯লাখ ৭২হাজার ৭শ দুই টাকা যার মোট ১৭লাখ ৭২হাজার ৭শ ২টাকার জালিায়াতি করে আত্মসাতের ঘটনা ঘটে।

এঘটনায় প্রথমে এলজিইডির নির্বাহী পকৌশলী বাদি হয়ে কুষ্টিয়া সদর থানায় সরকারী অর্থ আত্মসাতের দায়ে মামলা করেন। তবে মামলাটি পরবর্তীতে দুদকে স্থানান্তরিত হয়। তবে এই মামলাটি হতে রেহায় পেতে একাধিক আসামী উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ায় বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে মামলাটি নিষ্পত্তিতে বাধাগ্রস্ত হয়।

মামলাটির তদন্তকালে নানাভাবে বাধাগ্রস্ত হলেও অবশেষে ২০১৬ সালের ২৬জুলাই দুর্নীতি দমন কমিশন দুদকের উপ সহকারী পরিচালক রবীন্দ্রনাথ দাস মামলাটি পূন:তদন্ত শেষ করে চার্জশীট আদালতে চার্যশিট দাখিল করেন আদালতে।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি এ্যাড: আল মুজাহিদ মিঠু, তিনি বলেন, এমামলার বিবাদীপক্ষগন বিভিন্ন সময় বিভিন্নভাবে উচ্চ আদালতে যাওয়ার কারণে এতোদিন ধরে ঝুলে ছিলো মামলার কর্যক্রম। এমামলায় যাদের দন্ড হয়েছে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় আদলত আজ এই রায় দিয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৫,২০২২//