কুষ্টিয়া প্রতিনিধি: এ বছর এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়ে আলোড়ন সৃষ্টি করেছেন কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী জারিন মায়শা ইমশি। সে সর্বমোট ১৩০০ নাম্বারের মধ্যে ১২৬৯ নাম্বার পেয়ে কৃতকার্য হয়।
জারিন মায়শা ইমশি কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের কনসালটেন্ট (সার্জারী) এন্ডোল্যাপরোস্কপিক সার্জন ডাঃ মোঃ আরিফুল ইসলাম ও উদ্যোক্তা জেসমিন আরার কণ্যা।
কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তার জাহান জানান, ২৫৭ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। এর মধ্য জিপিএ-৫ পেয়েছে ২২৮ জন।
এছাড়াও এসএসসিতে প্রাপ্ত সর্বমোট নাম্বার (শারীরিক শিক্ষা ও ক্যারিয়ার শিক্ষার মার্ক যোগ করে) ১৩০০। এর মধ্যে ১২৬৯ নাম্বার পেয়ে জারিন মায়শা ইমশি সেরা সাফল্যে রয়েছেন।
জারিন মায়শা ইমশির মা জেসমিন আরার কণ্যা বলেন, কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সেরা সাফল্যে আমরা ভীষণ খুশী। বিদ্যালয়ের শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার ফলে এটা সম্ভব হয়েছে।
কোচিংয়ের চেয়ে স্কুলের লেখাপড়ার ওপরই বেশি নির্ভরশীল ছিল এই শিক্ষার্থী। জারিন মায়শা ইমশি বলেন, দীর্ঘ সময় পড়া নয় বরং স্কুলের পড়াগুলো নিয়মিত করেছে তিনি। চিকিৎসক বাবার এ সন্তান ভবিষ্যতে চিকিৎসক অথবা মেজর হতে চাই।
এবি//দৈনিক দেশতথ্য//১২ মে,২০২৪//