Print Date & Time : 2 July 2025 Wednesday 11:22 am

এসএসসি: খুলনায় পাশের হার ৯৫.৭৫

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৯৫.৭৫। ঘোষিত ফলাফলে খুশি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীরা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে এসে আনন্দ-উল্লাস করছে।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এবারের এসএসসি পরীক্ষায় খুলনার ৫৮ টি কেন্দ্রের ৩৯০ শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ হাজার ৮৬৭ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২৫ হাজার ৫২৩ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ২৪ হাজার ৪৩৯ জন শিক্ষার্থী।

এদিকে ফলাফল ঘোষণার পর খুলনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা আসতে শুরু করেছে। ফলাফল হাতে পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছে তারা। সর্বশেষ ঘোষিত ফলাফলে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা আনন্দিত।

দৈনিক দেশতথ্য//এসএইচ//