Print Date & Time : 11 July 2025 Friday 10:29 am

এসএসসি পরীক্ষায় ইংরেজী ভার্সনে মির্জাপুর ক্যাডেট কলেজে সেরা

মীর আনোয়ার হোসেন টুটুল:
ইংরেজী মাধ্যমে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ৫৯ তম ব্যাচের টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ সেরা ফলাফল অর্জন করেছে।

এই বিদ্যাপিঠ থেকে বিজ্ঞান বিভাগে ৫০ জন ক্যাডেট পরীক্ষায় অংশ গ্রহন করে শতভাগ জিপিএ-৫সহ ৪৪ জনই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। গর্বিত এই ফলাফলে উৎপুল্ল ক্যাডেট, তাদের অভিভাবক এবং মির্জাপুর ক্যাডেট কলেজের শিক্ষক-কর্মচারী। কলেজের সুযোগ্য অধ্যক্ষ কর্নেল এস. এম. ফয়সাল ভাল ফলাফলে সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, ক্যাডেটদের ধারাবাহিক সাফল্য ধরে রাখতে কলেজ কর্তৃপক্ষ বদ্ধ পরিকর।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) মির্জাপুর ক্যাডেট কলেজের ভাইস প্রিন্সিপাল এ টি এম মোয়াজ্জেম হোসেন এবং এ্যাডজুটেন্ট মেজর আব্দুল্লাহ আল মামুনসহ শিক্ষকগন বলেন, মির্জাপুর ক্যাডেট কলেজ একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৬৫ সালে মনোরম পরিবেশে বিশাল এলাকা নিয়ে মির্জাপুর ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত। আদর্শ ও যুগোপযোগী শিক্ষার পাশাপাশি, ক্রীড়া, সাংস্কৃতিক অংগনসহ সুনাগরিক হিসেবে ক্যাডেটদের গড়ে তোলা হয়। বিগত দিনেও জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মেধার স্বাক্ষর বহন করে আসছে মির্জাপুর ক্যাডেট কলেজের ক্যাডেটগন। চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে ৫৯ তম ব্যাচ থেকে ৫০ জন ক্যাডেট এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ জিপিএ-৫সহ ৪৪ জনই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। পাশের হার শতভাগ।
এ ব্যাপারে মির্জাপুর কলেজের অধ্যক্ষ কর্নেল এস. এম, ফয়সাল বলেন, আগামীতে যাতে কলেজের ফলাফল আরও ভাল হয় সে জন্য ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ, অভিভাবক ও ক্যাডেটসহ শিক্ষকদের সার্বিক সহযোগিতা কমানা করেছেন।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার বলেন, মির্জাপুর ক্যাডেট কলেজ আমাদের গৌরব। তাদের এই সাফল্যজনক ফলাফলে পুরো মির্জাপুর তথা টাঙ্গাইলবাসি গর্বিত। শিক্ষা ও চিকিৎসাসহ সকল দিক দিয়েই সারা দেশের মধ্যে মির্জাপুর অনেক এগিয়ে রয়েছে। তার মধ্যে মির্জাপুর ক্যাডেট কলেজ আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সাফল্যের স্বাক্ষর বহন করে চলেছে।